Breaking News

ইউটিউবে কত ভিউজ এ কত টাকা করে দেয় ? জেনে নিন

 Youtube Money: ইউটিউবে কত ভিউ-তে কত টাকা করে দেয় ? জেনে নিন



ইউটিউব আপনার ভিউ দেখে কখোনো আপনাকে টাকা দেয় না। ইউটিউব টাকা দেয় আপনার ভিডিওর উপর চলা অ্যাড থেকে। আপনি হয়তো ইউটিব ব্যাবহার করার সময় লক্ষ করেছেন যে যখন আপনি ভিডিও দেখেন তখন সেই  ভিডিওতে অ্যাড চলে ইউটিউব এই অ্যড থেকেই টাকা প্রদান করে থাকে।



ইউটিউবে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যেতে পারে ? জানতে নিচে পরুন



ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ থেকে আপনার আয় মূলত নির্ভর করে আপনার ভিডিয়োর কনটেন্টের উপর। ধরুন আপনার একটা ভিডিওতে 10 হাজার করে ভিউ আসে এবং আপনি মাসে 20 টি ভিডিও উপলোড করেন তাহলে আপনার ভিডিওর এক মাসে ভিউ হয় 10×20= 2 লক্ষ। এখন ভাবুন আপনার 2 লক্ষ ভিউ এর মধ্যে 1 লক্ষ অ্যাড দেখানো হয়েছে এখন দুইটি অ্যাড থেকে যদি এক টাকা আয় হয় তাহলে আপনার আই ধারাই 50 হাজার টাকা। এর থেকে আপনি ধারনা করতে পারেন ইউটিওব থেকে কি পরিমান ইনকাম হয়ে থাকে



তথ্য অনুযায়ী ফাইন্যান্স এবং টেক সম্পর্কিত ভিডিয়ো নির্মাতারা ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ-তে অন্যদের থেকে বেশি টাকা আয় করে থাকেন। মূলত এই বিষয় অ্যাডের সুযোগ থাকায় আয় বেশি হয়। এই ভিডিয়ো-তে অ্যাড দিয়ে ইউটিউবেরও লাভ হয়।

কোন মন্তব্য নেই